Saturday, December 19, 2015

মেসির কিডনির পাথর অপসারিত

..... মেসির কিডনিতে পাথর—সংবাদটা দুশ্চিন্তা ছড়িয়েছিল তাঁর ভক্তকুলের মধ্যে। আগেই জানানো হয়েছিল আর্জেন্টাইন ফুটবল তারকার সমস্যাটা খুব একটা গুরুতর কিছু নয়। ‘রেনাল কলিক’ নামের এই রোগের দাওয়াই ছোট্ট একটা অপারেশন। শুক্রবার
সেই অপারেশনটাই সেরে ফেলেছেন তিনি। এই
অপারেশনের মাধ্যমে মেসির কিডনির পাথর
অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার পেটের ব্যথার কারণে ক্লাব
বিশ্বকাপের সেমিফাইনালে চীনের গুয়াংজু
এভারগ্রানদের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি
মেসি। সে ম্যাচে বার্সেলোনা সুয়ারেজের দারুণ
এক হ্যাটট্রিকে জয় পায় ৩-০ গোলে। রোববার
প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনার
রিভারপ্লেটের বিপক্ষে মেসি খেলবেন কিনা,
সেটা নির্ভর করছে পুরোপুরি তাঁর শারীরিক
অবস্থার ওপর।
বার্সেলোনার চিকিৎ​সকেরা অবশ্য মেসিকে
সতর্কতা অবলম্বন করারই পরামর্শ দিয়েছেন। তাঁরা
বলেছেন, মেসির অবশ্যই নিজের শারীরিক অবস্থা
বিবেচনা করে মাঠে নামা উচিত। কিডনির পাথর
অপসারণের পর তাঁর শরীর পরবর্তী ২৪ ঘণ্টা কী
ধরনের আচরণ করে, রোববারের ম্যাচে মাঠে নামার
ক্ষেত্রে বিবেচ্য সেটাই।
বুধবার রাতে পেটের ব্যথায় ঘুম একেবারেই হয়নি
মেসির। শুক্রবারের অপারেশনের পর ঘুমের ঘাটতি
পূরণ করা অন্যতম পূর্বশর্ত। তাঁর প্রস্রাবও পরীক্ষা
করা হবে। শনিবার কোনো শারীরিক সমস্যা
ছাড়াই অনুশীলন করতে পারলেই ডাক্তাররা হয়তো
তাঁকে খেলার সবুজ সংকেতটা দিয়ে দেবেন।
অন্যথায় নয়।

Friday, December 18, 2015

আপনারর হ্যাক হওয়া Facebook আইডি ফিরিয়ে আনবেন যেভাবে(Trick)


.......................................................................................

হ্যাক হলেও ফিরে পাবেন ফেসবুক একাউন্ট**
আজকের পোস্ট সম্পর্কে অনেকেই
জানেন । তবুও
জারা জানেননা তাদের জন্য শুরু
করলাম।
বাংলাদেশে জনপ্রিয়
হওয়া ফেসবুকে কম
বেশিঅনেকেরই একাউন্ট
কোননা কোন
ভাবে হ্যাক হয়ে থাকতে পারে।
দেখা গেছেকোন একটি স্ক্যাম
কিংবা এপ্সের কবলে পড়লেন।
অথবা কোন ভাবে আপনার
সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায়
ইমেইল
হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক
হয়ে ফেসবুক
একাউন্টটি হ্যাক হয়ে গেল।
এবং হ্যাকার
আপনার ব্যবহৃত পাসওয়ার্ড টিও
পরিবর্তন
করে ফেললো। এখন কি করবেন আজ
কাল সামাজিক যোগাযোগের
অন্যতম
একটি মাধ্যম নয় আরো নানাবিধ
ব্যক্তিগত ও
ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত
হয়। তখন
তো আপনাকে এই আইডি রিকভার
করতেই হবে।
আইডিরিকভার করার নানউপায়
আছে, তার
মধ্যে আজকের
উপায়টি পরিবেশিত
হলঃ ১. এড্রেস বার
থেকে Facebook.com/­
hackedএ প্রবেশ করুন
২. My Account Is Compromised

ক্লিক
করে এগিয়ে যান
৩. Identify Your Account
থেকে আপনার
একাউন্ট শনাক্ত করতে Email or
phone number
কিংবা Facebook
usernameঅথবা your
name and a friend’s nameএই
তিনটি অপশানের যেকোন
একটি তে প্রয়োজনীয়
তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক
করুন
৪. Security Check
অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে
যান
৫. আপনার একাউন্টির ছবি সহ
ইউজার নেম
থাকবে, This Is My Account ক্লিক
করে এগিয়ে যান।
৬. এখানে আপনার ব্যবহৃত
পুরনো পাসওয়ার্ড
এখানে প্রবেশ করান। ৭. ফেসবক
তথ্য গুলো সঠিক
দেখালে পরবর্তী ষ্টেপ
গুলো আপনাকে দিবে,
সেভাবে আগালে আশা করি আপনার
ফেবু
আইডিটি স্বশরীরে ফিরে পাবেন

Tuesday, December 8, 2015

এইবার ঘরে বসে এক ক্লিকে নিজের সীম রেজিষ্ট্রেশন করুন সাথে অন্যকেও রেজিষ্ট্রেশন করান।

মোবাইলের মাধ্যমে প্রতারনা বাড়ায় বাংলাদেশ সরকার গ্রাহকদের সীম রেজিষ্ট্রেশন এ গুরুত্ব আরোপ করেছে।
তাই সীম এর তথ্য হালনাগাদ এর কাজ শুরু করেছে… যদি এর মাঝে গ্রাহক রা তাদের সীম হালনাগাদ না করে উপযুক্ত তথ্য দিয়ে তবে নির্দিষ্ট সময় পর সে সীম বাতিল বলেও গন্য হতে হবে।
সকলেই যেন সহজেই সীম এর তথ্য হালনাগাদ করতে পারে এইজন্য বাসায় বসে তথ্য হালনাগাদ করার ব্যবস্থা করা হয়েছে।
যেভাবে সীম বাসায় বসে রেজিষ্ট্রেশন করবেনঃ
এস এম এস পাঠানোর মাধ্যমে রেজিষ্ট্রেশনঃ
এয়ারটেল,বাংলালিংক,গ্রামীনফোন,রবি এবং টেলিটক গ্রাহক রা ফোন থেকে এস এম এস পাঠানোর মাধ্যমে ঘরে বসেই সীম রেজিষ্ট্রেশন করতে পারেন এবং এতে কোন টাকা কাটবে না সীম থেকে।
একটা আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ৫ টি সীম এভাবে রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হলে নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
National ID Number, Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে], Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600
Example : XXXXXXXXXXXXX, 05 Sep 1985, Fajlur Rahman and send to 1600
[বিঃদ্রঃ কমা(,) এর পর একটা স্পেস দিতে হবে] সিটিসেল গ্রাহকদের জন্য রেজিষ্ট্রেশন সিষ্টেমঃ সিটিসেল গ্রাহক রা ও এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন কিন্তু তাদের রেজিষ্ট্রেশন সিষ্টেম টা একটু ভিন্ন। সিটিসেল সীম রেজিষ্ট্রেশন এর জন্য নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
U National ID Number Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে] Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600
Example : U XXXXXXXXXXXXX 05 Sep 1985 Fajlur Rahman and send to 1600

Monday, December 7, 2015

খুলছে না ফেসবুক-Top News

নিউজ ডেস্ক: বর্তমানে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার যার ফলে শিগগিরই ফেসবুক খোলার কোনো আশ্বাস তাঁদের কাছ থেকে পাওয়া যায়নি।

তাঁরা বলছেন, নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তি দিয়েই প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলার বিষয়টি মাথায় রেখে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে’ ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে সরকার। আর সরকারের নীতিনির্ধারকেরা মনে করছে এ লক্ষ্যে তারা সফল হয়েছে। 

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা এসব মাধ্যম বন্ধ রেখেছি, তাতে আমরা সফল হয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা। এ সময়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নানাভাবে উপকৃত হয়েছে।’

তিনি বলেন, ‘নাশকতাকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজর রাখতে সুবিধা হয়েছে। নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

নিরাপত্তার দিক থেকে সফল হলে কবে খোলা হচ্ছে এসব মাধ্যম—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব মাধ্যম বন্ধ থাকার কারণে অনেকের, বিশেষ করে আমাদের মেধাবী তরুণদের সমস্যা হচ্ছে। যেহেতু বিষয়টি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, তাই শিগগিরই সার্বিক অবস্থা পর্যালোচনা করে এসব মাধ্যম খুলে দেওয়া হবে।’

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১৯ দিন ধরে ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ থাকা অবস্থায় এসব অপরাধের মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়। সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি ফেসবুকের সঙ্গে আলোচনা চলছে। সে উদ্যোগের ধারাবাহিকতায় গত রোববার ফেসবুকের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিন মন্ত্রী।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেসবুকের সঙ্গে আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ। তাঁরা আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত জানাবেন। তবে সেটা অবশ্যই দু-এক দিনের মধ্যে সম্ভব হবে না।’

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও 
জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ শুনানির রায় ঘোষণার দিন গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয় সরকার। সেই থেকে এসব মাধ্যম বন্ধ আছে, যদিও বিকল্প ব্যবস্থায় কেউ কেউ তা ব্যবহার করছেন।

নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি


নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি











ঢাকা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগে চূড়ান্ত যুক্তি খণ্ডন শেষে আগামী ৬ জানুয়ারি রায়ের দিন ধার্য করে আদালত। 

মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিট থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান, শিশির মনির, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর- এই তিনদিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করে দেয়। ওই তিন দিন নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন।

রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়














মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়


আজকাল ইন্টারনেট ছাড়া চলা
দায়৷ কিন্তু মোবাইলে
ইন্টারনেট করতে গেলেই অনেকে
স্লো ইন্টারনেট স্পিডের কথা
বলেন৷ কিন্তু মোবাইলে
ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই
ইন্টারনেট স্পিড বাড়ানো যায়৷
স্পিড বাড়ানোর উপায় বাতলে
দেয়া হলো- 

১৷ মোবাইলের অপ্রয়োজনীয়
অ্যাপগুলো আনইনস্টল করুন৷ 

২৷ আপনার মোবাইলের
স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা
ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার
সাথে সাথে আপনার
ইন্টারনেটের স্পিডও বাড়বে৷ 

৩৷ মোবাইলের ‘ক্যাশড ডেটা’
কিয়ার করুন৷কারণ এগুলো শুধু
মোবাইলের জায়গায় নস্ট করে না
বরং আপনার মোবাইলের বিভিন্ন
অ্যাপকেও স্লো করে দেয়৷ 

৪৷ আপনার এসডি কার্ড এর
দিকেও খেয়াল রাখুন৷পারলে
হাইস্পিড এসডি কার্ড ব্যবহার
করুন৷ আপনি যদি স্লো এসডি
কার্ড ব্যবহার করেন তাহলে তা
আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে৷ 

৫৷ সবশেষে আপনার মোবাইলের
অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে
অ্যাপ ডাউনলোড করে নিতে
পারেন৷ যা আপনার মোবাইলের
স্পিডকে বাড়াবে৷

ব্যাটারি বাঁচাতে ফোন অফ, লাভ নেই



সারাদিন বেচারার উপর যথেষ্ট
ধকল যায়। এই ভেবেই অনেকে
ঘুমাতে যাওয়ার আগে মোবাইল
বন্ধ করে রাখেন। অনেকের
ধারণা, রাতে মোবাইল বন্ধ
রাখলে ব্যাটারি ভালো থাকে। কিন্তু আদতেও কি তা হয়?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন,
মোবাইল অফ রেথে কোনো লাভ
নেই। ফোন যেমন চলার, তেমনই
চলবে। তবে কি ফোনের বিশ্রামের
প্রযোজন নেই? এ বিষযয়ে
আইফিক্সটের প্রতিষ্ঠাতা এবং
প্রযুক্তি বিশেষজ্ঞ কাইলি
ওয়েন্স বলেন, ‘রাতে ফোন অফ
করে রাখলে আদতেও কোনো উপকার হয় না। উল্টো যদি কারো হঠাৎ
কোনো দরকার পরে আপনাকে,
তিনি ফোন করে পাবেন না।
কারণ অফ করে রাখা বা অন
থাকার সঙ্গে আপনার ফোনের
ব্যাটারিতে কোনো প্রভাব পড়ে না।’ তিনি আরো বলেন,
‘স্মার্টফোনের ব্যাটারির একটা
নির্দিষ্ট মেয়াদ রয়েছে। ফোন
যত বেশি ব্যবহার করবেন,
ব্যাটারির মেয়াদও তত
তাড়াতাড়ি কমবে।’ সাধারণত একটা স্মার্টফোনের
ব্যাটারি পুরো চার্জ করার পর
জিস্টচার্জ হওয়া পর্যন্ত চলে।
যদি ফোনের ৫০ শতাংশ চার্জ
শেষ হওয়ার পর ফের চার্জে
বসান, সেক্ষেত্রে তা অর্ধেক সার্কেল হিসেবে গণ্য হয়। রাতে
ঘুমানোর সময় এমনিতেও ফোন
ব্যবহৃত হয় না। আর দীর্ঘক্ষণ
ব্যবহৃত না হলে ফোনের
ব্যাটারিও স্লিপ মোডে চলে
যায়। ফলে তেমন একটা চার্জ নষ্ট হয় না। উপরন্তু মোবাইল
বারবার সুইচ অফ আর অন করলে
ফোনটি স্টার্ট-আপের জন্য বেশ
খানিকটা চার্জ নিয়ে নেয়।

জিপি সিমে নিন এখন মাএ ৪০ টাকায় ১ জিবি....

জিপি সিমের এক বিশাল অফার মাএ ৪০ টাকায় পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট এই অফার টি পেতে আপনার ফোন ভ্যাট সহ মোট ৪১ টাকা রেখে ডায়েল করুন *5000*140* তাহলেই পেয়ে যাবেন আশা করি।

Windows 8 Xp serial/Product key মনে নেই এখন কিভাবে পাবেন অবশ্যই দেখুন

Windows 8 Xp serial/Product key মনে নেই এখন কিভাবে পাবেন???? অবশ্যই দেখুন


কেমন আছেন? সালাম নিয়েন|
হঠাত্‍ করে আপনার পিসির উইন্ডোজটা পরে গেল এখন কি করবেন?ডাক্তারের কাছে?অবশ্যঁই না|ঘরে একটা উইন্ডোজ XP 8 এর একটা সিডি আছে বাট Product Key/Xp Serial এর কাগজটা হারিয়ে গেছে চিন্তা নাই ট্রিকবিডি আর Main hoon na.
Windows xp 8 এর Product key/ xp serial নিয়ে নিন|
Release preview: TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF
Consumer preview:
DNJXJ-7XBW8-2378T-X22TX-BKG7J
সবাই ভাল থাকবেন|

Sunday, December 6, 2015

রবি সীমে টিভি দেখুন মোবাইলে সারা দিন দিন মাত্র ৫ টাকায় কোন ডাটা চার্জ ছাড়াই



রবি টিভি হলো সরাসরি আপনার
মোবাইলে টিভি এবং
চাহিদানুযায়ী
ভিডিও ( VOD ) নিয়ে
গঠিতআপনি ৩০
টির ও বেশী সরাসরি টিভি ও VOD
চ্যানেল
আমাদের তালিকা থেকে বেছে
নিতে
পারবেনএখন আপনি আপনার প্রিয়
স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যানেল
দেখতে পারবেন আপনার
মোবাইলে
যেকোনো সময়ে, যেকোনো
জায়গায়এই
চ্যানেল তালিকা বড় হতে থাকবে এবং
আপনার
জন্য সবসময় নতুন কিছু থাকবে
রবি
টিভিতে আবিষ্কার করার
জন্যএছাড়া , আপনি সর্বশেষ এবং জনপ্রিয়
পুরানো
পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এবং
নাটক যে
কোন
সময় উপভোগ করতে পারেন ১কিভাবে ব্যবহার করবেন
ক) অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে
১ম ধাপঃ
এখান থেকে রবি টিভি
অ্যান্ড্রয়েড
অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইলে
ইন্সটল করে নিন
২য় ধাপঃ
– অ্যান্ড্রয়েড অ্যাপটি ওপেন
করুন এবং
শর্তাবলী গ্রহন করুন হোম পেজ দেখার
জন্য
– সেটিংস্ এ গিয়ে আপনার
পছন্দের
প্যাক টি বেছে সাবস্ক্রাইব
করুন খ ) মোবাইল সাইট দিয়ে
১ম ধাপঃ
আপনার ব্রাউজার ওপেন করুন
এবং টাইপ
করুন
রবি টিভির হোমপেজে পৌঁছানোর জন্য
২য় ধাপঃ যেকোনো টিভি
চ্যানেলে
ক্লিক করুন দেখা শুরু করার
জন্যদেখতে
পাওয়ার আগে আপনাকে একটি উপযুক্ত
প্যাকে সাবস্ক্রাইব করার জন্য
অনুরোধ
করা হবে
গ ) কিভাবে রবি টিভি লিংক
পাবেন ? অ্যাক্সেস চ্যানেল প্রক্রিয়া
এসএমএস
টাইপ করুন START TV এবং
পাঠিয়ে
দিন
২১২০১ নম্বরে ইউ এস এস ডি ডায়াল
করুন
* ১৪০*৭ *৮* ১#
২কিভাবে প্যাক কিনতে হয়
ক) অ্যান্ড্রয়েড অ্যাপঃ Settings
> Packages > Select pack
খ ) মোবাইল সাইটঃ সাইটের
একদম
নিচে
ক্লিক করুন
Packs > Select pack অাশা করি সবাই টিউন বুঝতে
পারছেন !
কোন সমস্যা হলে কমেন্ট বক্সত

বাংলালিঙ্ক সিম এ ১০ টাকাই ১ জিবি ৩জি ইন্টারনেট !

বাংলালিঙ্ক সিম এ ১০ টাকাই ১ জিবি ৩জি ইন্টারনেট !


Banglalink users, from 10th september
recharge 19tk in your new or unused
banglalink connection enjoy 25 paisa/
minute
to any banglalink numbers and also 60
paisa/minute to other operators 24 hours.
also get 2 GB 3G internet at 9tk.
To check offer eligibility, write
019XXXXXXXX and sms SMS to 4343.
► banglalink 1+1 =2GB @4.5+4.5 = 9tk
all prepaid subscriber activated after 10
september, 2015 will be eligible for this
offer
1st customers needs to recharge 19tk
For buy this pack dial *132*31#
Pack price 9tk +SD+VAT
Validity for this pack is 30 days
1GB open internet (can be used from
2am-2pm) and 1GB facebook (can be used
24 hours).
For checking the data balance. dial
*124*50#
Customer can buy 2 GB internet at 9tk pack
multiple times during the validity period of
special tariff.....

আলোচনা শেষ আজকালের মধ্যেই চালু হবে ফেইসবুক


  • আলোচনা শেষ আজকালের মধ্যেই চালু হবে ফেইসবুক



  • যেসব নিরাপত্তার অভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ফেসবুক কর্তৃপক্ষ। এ নিয়ে ২ ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং শিগগিরই ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ঠিক কী কী বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, কিংবা ফেসবুক কর্তৃপক্ষ কী কী বিষয়ে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে এসব বিষয়ে কিছুই জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি জানান, নিরাপত্তার জন্য দেশে সাময়িকভাবে ফেসবুক বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য ফেসব81ক কর্তৃপক্ষের সঙ্গে বসেছে সরকার। সরকারের পক্ষ থেকে অসুবিধাগুলো জানানো হয়েছে। তারা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।এর আগে সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকের পক্ষে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহেন এবং রাজনৈতিক ও আইন বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক বিক্রম লাং। এছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরের দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ। এতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে।বিঃদ্রঃ কয়েকটি নির্ভর সুত্রে জানা যায় যে হয়তো আজকে দিবাগত রাতেই খুলে দেওয়া হবে ফেসবুকনিরাপত্তা এবং নারীদের হেও করার কথা বিবেচনা করে যদি সরকারকে ফেসবুক তথ্য সরবরাহ করে তাহলে অবশ্যই এটার বৈধ ব্যাবহার হবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করছেন তবে এক্ষেত্রে অনেকে বলছেন মানুষের ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে.তবে সবাইকে এখন থেকে ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবেযাহোক আমরা সবাই চাই মতামত প্রকাশের স্বাধীনতা,ফেসবুক শুধুমাত্র আড্ডা খানা নয়,ফেসবুকের উপর ভিক্তি করে প্রতিষ্ঠিত হয়েছে অনেক ই কমার্স সাইট, ইতোমধ্যে ফেসবুক চালু করার দাবিতে গত শনিবার (BFEI) এর উদ্যোগে শাহবাগে মানববন্ধন করেছের ই কমার্স ব্যবসায়ীরা.আমাদের সাথে কথা হয়েছিল এক্সট্রাবাজার বিডির স্বত্তাধিকারী সাদি টমের সাথে তিনি জানালেন গত নভেম্বর মাসের আটারো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাচ তারিখ পর্যন্ত ই কমার্স ব্যবসায়ী দের লস চরম মাত্রায় পোঁছেছে,ফেসবুক বন্ধ থাকার কারণে ই কমার্স ব্যবসা আরো ছয় মাস পিছিয়ে গেছে,অনেক ফ্রিলান্সার প্রতিমাসে হাজার হাজার ডলার দেশে নিয়ে আসছে এই ফেসবুক ব্যবহার করেই.তাই পরবর্তীতে যেকোন চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে সরকারকে অবশ্যই এটার অর্থনৈতিক গুরুত্ব টা বিবেচনা করতে হবে।

Saturday, December 5, 2015

[Life Style] জেনে নিন দৈনন্দিন জীবনের যে ৪টি পণ্য আপনাকে ক্যান্সারের দিকে ঠেলে…

নিজেদের ঘরটাকে আমরা সবচাইতে নিরাপদ মনে করি। ঘরে যেন কোনো রোগবালাই না আসে এর জন্য সব সময়েই ঘর পরিষ্কার রাখতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি হয় না। কিন্তু এটা আপনার জেনে রাখা উচিত যে ঘর পরিষ্কার করতে গিয়েও এমন কিছু পণ্য আমাদের জীবনে চলে আসছে যার ফলে বেড়ে যাচ্ছে ক্যান্সারের ঝুঁকি। জেনে নিন দৈনন্দিন জীবনের এসব ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের কথা।
ফরমালিন বা ফরমালডিহাইডের ব্যাপারে আমরা জানি। এর পাশাপাশি আছে নাইট্রোবেনজিন এবং মিথিলিন ক্লোরাইড। এগুলো হলো কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। আমাদের নিত্য ব্যবহারের রাবার, প্লাস্টিক, ডাই, পারফিউম, শ্যাম্পু এগুলোতেই উপস্থিত থাকতে পারে এসব উপাদান।

১) এয়ার ফ্রেশনার
অনেক এয়ার ফ্রেশনারে রয়েছে কার্সিনোজেন, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং টক্সিন যেমন ফথ্যালেট এস্টার। এর উপকরণের তালিকায় সব উপকরণের নাম বেশীরভাগ সময়েই দেওয়া হয় না। এখানে থাকতে পারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এসব রাসায়নিক আমাদের প্রজননক্ষমতার ওপরেও রাখতে পারে নেতিবাচক প্রভাব। আর ফুসফুসের ক্ষতি যে করতে পারে তাও দেখা গেছে। রাসায়নিকে ভরপুর এসব এয়ার ফ্রেশনারের বদলে আপনি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক বিভিন্ন সুগন্ধি এবং এসেনশিয়াল অয়েল। ইচ্ছে হলে নিজেও তৈরি করে নিতে পারেন এসব এয়ার ফ্রেশনার। বেকিং সোডা দিয়ে, লেবু বা কমলা দিয়ে, পুদিনা দিয়ে এবং লেমনগ্রাস দিয়েও তৈরি করতে পারেন এয়ার ফ্রেশনার।
২) শিল্পকলার উপকরণ
কিছু কিছু আর্ট সাপ্লাই, যেমন ইপোক্সি, রাবার সিমেন্ট গ্লু, এক্রিলিক পেইন্ট এবং সলভেন্ট, এমনকি পারমানেন্ট মার্কার ধরণের জিনিসেও থাকতে পারে কার্সিনোজেন। হাফিংটন পোস্ট থেকে জানা যায়, তার্পিন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এগুলো থেকে হতে পারে অ্যালার্জি, অর্গান ড্যামেজ এবং ক্যান্সার। বাচ্চারা এই ঝুঁকিতে বেশি থাকে।
৩) শ্যাম্পু
শুনতেই অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আমরা সাধারণত যেসব শ্যাম্পু ব্যবহার করি সেগুলোতে অনেক টক্সিক উপাদান থাকতে পারে এবং এগুলো উপাদানের তালিকায় নাও থাকতে পারে জানা যায় হাফিংটন পোস্ট থেকে। ঝুঁকি না নিয়ে বরং আপনি বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারেন কিছু ঘরোয়া শ্যাম্পু।
৪) অ্যান্টিপার্স্পিরান্ট
ডিওডরেন্ট এবং ঘাম কমানোর অ্যান্টিপার্স্পিরান্টে বেশ কিছু উপাদান থাকতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আর এগুলো যেহেতু অনেকটা সময় ধরে আমাদের ত্বকের সংস্পর্শে থাকে তাই শরীরের ভেতরেও এদের যাবার ঝুঁকি বেশি। এসব সমস্যা থেকে দূরে থাকতে ঘরে তৈরি করে নিন নিরাপদ ডিওডরেন্ট।