Wednesday, December 4, 2019

Jontrona - Nodorai | Cover By Bishal | Bangla Sad Song 2019 Huge Studio


Jontrona - যন্ত্রণা Nodorai Movie Song Cover By Bishal. 
This is Bangla Sad Song 2019 By Huge Studio. I cover this song to flow tune of original artist mohon sharif . hope you guys like it.. specially for this person who really love this song.

Song Credit:
Name: Jontrona / যন্ত্রণা - NODORAI
Artist : Mohon Sharif
Music, Lyrics & Produced by : Mohon Sharif
movie: Nodorai

Jontrona song Instrumental: https://youtu.be/VxDE1S6XGK8


Jontrona song lyric:

Jontrona
Mohon Sharif

আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন
যন্ত্রণার অন্ত নেই

মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই

আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি…




Find Song Keywords:
jontrona nodorai cover, jontrona cover, jontrona karaoke, jondrona nodorai song,
jontrona mohon sharif,jontrona lyrics,jontrona nodorai song cover,jontrona nodorai original,jontrona nodorai guitar,
jontrona nodorai guitar cover,jontrona nodorai,jontrona,nodorai movie song, nodorai song,mohon sharif,
Xefer,jontrona cover,jontrona piano cover,huge studio,lolona re,chole gecho tate ki,gajay mari tan,
jontrona nodorai lyrics in bengali
jontrona nodorai song lyrics
jontrona nodorai mp3 download
jontrona nodorai mp3 song download
jontrona nodorai mp3 free download
jontrona nodorai song download
jontrona lyrics in english
jontrona chords


Thursday, November 28, 2019

Jontrona - NODORAI | Instrumental / Karaoke | Cover By Bishal | Huge Studio


Jontrona
Mohon Sharif

আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন
যন্ত্রণার অন্ত নেই

মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই

আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি…



Related tag:
jontrona nodorai instrumental, jontrona instrumental, jontrona karaoke, jondrona nodorai song,
jontrona mohon sharif,jontrona lyrics,jontrona nodorai karaoke,jontrona nodorai lyrics,jontrona nodorai guitar,
jontrona nodorai guitar cover,jontrona nodorai,jontrona,nodorai movie song, nodorai song,mohon sharif,
Xefer,jontrona cover,jontrona piano cover,huge studio,lolona re,chole gecho tate ki,gajay mari tan,

jontrona nodorai lyrics in bengali
jontrona nodorai song lyrics
jontrona nodorai mp3 download
jontrona nodorai mp3 song download
jontrona nodorai mp3 free download
jontrona nodorai song download
jontrona lyrics in english
jontrona chords

Monday, November 11, 2019

Bheegi Bheegi - James | COVER By @Tanim Mahmud | Hindi Song with Lyric | Huge Studio







Bheegi Bheegi Lyric

Bheegi Bheegi Si Hai Raaten
Bheegi Bheegi Yaaden
Bheegi Bheegi Baaten
Bheegi Bheegi Aankhon Mein Kaisi Nami Hai
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha
Sapnon Ka Saya Palkon Pe Aya
Pal Mein Hasaya Pal Mein Rulaya
Phir Bhi Yeh Kaisi Kami Hai
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha
( Na Jaane Koi Kaisi Hai Yeh Zindagaani Zindgaani
Hamari Adhuri Kahani )… (2)
 
Aadhi Aadhi Jaagi Aadhi Aadhi Soyi
Aankhen Yeh Teri Toh Lagta Hai Royi
Lekar Ke Naam Hamara
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha
Rutha Rutha Rab Chhuta Chhuta Sab
Toota Toota Dil Tere Bina Ab
Kaise Ho Jeena Ganwara
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha
( Na Jaane Koi Kaisi Hai Yeh Zindagaani Zindgaani
Hamari Adhuri Kahani )… (2)
 
Bheegi Bheegi Si Hai Raaten
Bheegi Bheegi Yaaden
Bheegi Bheegi Baaten
Bheegi Bheegi Aankhon Mein Kaisi Nami Hai
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha Aa Ha
Aa Ha Ha Ha
Na Jaane Koi Kaisi Hai Yeh Zindagaani Zindgaani
Hamari Adhuri Kahani
( Na Jaane Koi )… (2) Hamari Adhuri Kahani
Na Jaane Koi Kaisi Hai Yeh Zindagaani
Hamari Adhuri Kahani

Sunday, November 3, 2019

Ummon Hiyonat Bangla Version Song 2020 - Download And Listen


For Some Copyrighted issues you can listen and download Ummon Hiyonat Bangla Version Song 2020. link below :


Online Watch: CLICK Below




Thursday, June 27, 2019

যেকোনো মূল্যে রিফাতের খুনিদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনায় প্রকাশ্যে সড়কে রিফাত শরীফকে হত্যাকারীদের যেকোনো মূল্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, রিফাত হত্যার ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এর অর্থ এই নয় যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ঘটেছে। হত্যাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারে সরকারের কোনো নমনীয় অবস্থান নেই। মামলা বিচারাধীন আছে।
এদিকে রিফাত হত্যার ঘটনায় কী অ্যাকশন নেয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাসারকে বরগুনার ডিসি ও এসপির কাছ থেকে এ বিষয়ে জেনে হাইকোর্টকে জানাতে বলা হয়েছে।
আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রকাশ্য দিনের আলোয় এমন ঘটনা ঘটলো, ভিডিও করা হলো, ঘটনাস্থলে লোকজন দাঁড়িয়ে থাকলো, অথচ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এটা সমাজের অবক্ষয়ের চিত্র। সারা দেশের মানুষ এ হত্যাকাণ্ডে মর্মাহত।’
বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে নয়ন নামে এক যুবকের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী রিফাতকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায়, হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে কোনো রকমে আত্মরক্ষার চেষ্টা চালান রিফাত। কিন্তু তা যথেষ্ট ছিল না। দুই যুবক রামদা দিয়ে তার সারাশরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি একবার নয়নকে, আরেকবার নয়নের সহযোগী রিফাত ফরাজীকে আটকানোর চেষ্টা করেন। তিনি ‘বাঁচাও’, ‘বাঁচাও’, ‘না’ ‘না’ বলে চিৎকার করতে থাকেন। কিন্তু তার পাশেই দাঁড়িয়ে অন্যরা এ দৃশ্য দেখলেও কেউ এগিয়ে আসেননি।
ততক্ষণে রামদার কোপে গুরুতর জখম হন রিফাত। একপর্যায়ে গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে রিফাত মারা যান। রিফাতের বাড়ি সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর বড়লবণগোলা গ্রামে।

Wednesday, June 26, 2019

রুপম ইসলামের ফেসবুক ফ্যান পেজে Tanim Mahmud এর পোস্ট শেয়ার

ইন্ডিয়ার জনপ্রিয় রকস্টার ও রুপম ইসলামের ফেসবুক ফ্যান পেজে Tanim Mahmud এর পোস্ট শেয়ার করে সুন্দর কিছু কথা লিখেছেন।
কথা গুলো শেয়ার করা হলো...

"একটি সুন্দর লেখা শেয়ার করছি, সম্পূর্ণ অন্য কারণে। লেখাটি লিখেছেন Tanim Mahmud , বাংলাদেশের তরুণ শিল্পী এবং আমার একক অথবা ফসিলস কনসার্ট, দুই অনুষ্ঠান দেখতেই কলকাতায় ছুটে এসেছেন— এমন মানুষ। #DewaliPee তাঁর ভাল লেগেছে, এতো স্বাভাবিক। কিন্তু বিস্ময়ের বিষয়টা হল— তিনি অবলীলায় তাঁর গদ্যে ‘মোদের’, ‘রবে’— এই শব্দগুলো ব্যবহার করেছেন। একবারও তাঁকে হোঁচট খেতে হয়নি এর জন্য।
আমি বারবার বলেছি আমি শব্দনিরপেক্ষতায় বিশ্বাসী, শব্দের বিচারে শ্রেণীসংকীর্ণ নই। আমাদের বৃহত্তর পরিসরে ছড়িয়ে থাকা যে কোনও শব্দেই আমার অধিকার। জোর করে আনব না, সেই শব্দকে আমার কাছে আসতে হবে। এলে কিন্তু আমি ফেরাব না। ভেবে দেখতে হবে— শব্দ যে এল— সে এল কেন? তার আসবার তো একটা গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ থাকবে! একটা ঐতিহাসিক কারণ থাকবে! জোর করে কি এগুলো মুছে দেওয়া যায়!
অহরহ যে কোনও শব্দ আমাদের কাছে আসে না। তারা নিজেরাই অবহেলিত, প্রান্তবাসী। তারা ভয় পায়। কিন্তু মাঝে মাঝে যখন আসে, সংস্কার ভেঙে আসে। এর জন্য শব্দ এসে আছড়ে পড়ছে যে মানবচেতনায়, তাকে শুধু নিজেরটা ভাবলে চলবে, সমাজের বিভিন্ন মানুষ কে কেমনভাবে কথা বলছেন, কোথায় কতটা মিশ্রণ ঘটছে, কীভাবে ও কেন হচ্ছে— এসব নিয়ে ওয়াকিবহাল থাকতেই হবে।
শব্দ ও ভাষা আমাদের নগ্নমানসের একমাত্র পোষাক। এ পোষাকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাক। দূর ছাই করে কাউকে যেন আমরা পরিখার বাইরে বার না করে দি। কারণ নগরকেন্দ্রিকতা মানেই কলকাতা— এ কথা ভেবে নেওয়াও একধরনের স্বজনপোষণ। স্বার্থপরতা। সংকীর্ণতা।"

Fossils Band by Rupom Islam And Tanim Mahmud Picture with post





Tuesday, June 25, 2019

গানঃ ঘুম ভালোবাসিরে / Ghum Valobashi Song lyric and cord



Bm
আজ এই নিশিতে মন
A
কাদবে সারারাত
G                      F#m
কেউ ত্য এসে দেখবে না
ওরে কেউ ত্য বু্ঝে না
হাসি মুখের ভেতরে
লুকিয়ে থাকা যন্ত্রণা।। ঐ
Bm
আহা কি যাদু করলি
A
ওরে ও পাগলী
G
তোরে ভূলে থাকা যায় না,
Bm
আমি যেদিকেই তাকাই
A
তোরেই দেখতে পাই
G
চারোদিকে মনে হয় আয়না।

Bm                   A
ঘুম ভালোবাসিরে
G
আমি ঘুম ভালো বাসিরে
Bm                    A 
ঘুমাইলে তোর স্মৃতিগুলা
G               F#m
ভূলে থাকি রে।
Bm                 A
দুই চক্ষু মেলিলে,
G
তোরা খুইজা না পাইলে
Bm                        A
এই বুকের ভিতর পরান পাখি
G                  F#m
কাইন্দা মরে রে...!
          Bm             A
ও.... তোরে ছাড়া একা লাগে
G
আমার প্রতি সময়
Bm             A
ধীরে ধীরে যাচ্ছে পুরে,
G              F#m
অবুঝ এই হৃদয়...
Bm               A
যার কারণে পুরছে এই বুক
G
সে ত্য বুঝে না...!
Bm              A
অন্য কারো বুকে এখন
G               F#m
তাহার ঠিকানা
Bm      A
আ........
G           F#m
আ.............

ঘুম ভালোবাসিরে
আমি ঘুম ভালো বাসিরে
ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভূলে থাকি রে
দুই চক্ষু মেলিলে,
তোরা খুইজা না পাইলে
এই বুকের ভেতর পরান পাখি,
কাইন্দা মরে রে...।।(২)

Ghum Valobashi | ঘুম ভালোবাসি | Samz Vai | Cords And Lyric COVER | Huge Studio

গানঃ ঘুম ভালোবাসিরে / Ghum Valobashi Song lyric and cord:



Bm

আজ এই নিশিতে মন

A

কাদবে সারারাত

G                      F#m

কেউ ত্য এসে দেখবে না

ওরে কেউ ত্য বু্ঝে না

হাসি মুখের ভেতরে

লুকিয়ে থাকা যন্ত্রণা।। ঐ

Bm

আহা কি যাদু করলি

A

ওরে ও পাগলী

G

তোরে ভূলে থাকা যায় না,

Bm

আমি যেদিকেই তাকাই

A

তোরেই দেখতে পাই

G

চারোদিকে মনে হয় আয়না।



Bm                   A

ঘুম ভালোবাসিরে

G

আমি ঘুম ভালো বাসিরে

Bm                    A 

ঘুমাইলে তোর স্মৃতিগুলা

G               F#m

ভূলে থাকি রে।

Bm                 A

দুই চক্ষু মেলিলে,

G

তোরা খুইজা না পাইলে

Bm                        A

এই বুকের ভিতর পরান পাখি

G                  F#m

কাইন্দা মরে রে...!

          Bm             A

ও.... তোরে ছাড়া একা লাগে

G

আমার প্রতি সময়

Bm             A

ধীরে ধীরে যাচ্ছে পুরে,

G              F#m

অবুঝ এই হৃদয়...

Bm               A

যার কারণে পুরছে এই বুক

G

সে ত্য বুঝে না...!

Bm              A

অন্য কারো বুকে এখন

G               F#m

তাহার ঠিকানা

Bm      A

আ........

G           F#m

আ.............



ঘুম ভালোবাসিরে

আমি ঘুম ভালো বাসিরে

ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভূলে থাকি রে

দুই চক্ষু মেলিলে,

তোরা খুইজা না পাইলে

এই বুকের ভেতর পরান পাখি,

কাইন্দা মরে রে...।।(২)




Ghum Valobashi | ঘুম ভালোবাসি | Samz Vai | COVER | Huge Studio